হিজাব ছাড়া তরুণীকে অবশেষে গ্রেফতার করলো সৌদি পুলিশ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের এক তরুণী প্রকাশ্যে হিজাব ছাড়া ছবি তোলে তা টুইটারে প্রকাশ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তির দাবিতে ঝর তোলে সৌদি ব্যাবহারকারীরা। কেউ কেউ তার ফাঁসি দাবি করে। যদিও কেউ কেউ তার পক্ষে অবস্থান নেয়। দেশটির রাজধানী রিয়াদের পুলিশ সোমবার তাকে গ্রেফতার করার কথা জানিয়েছে।

তরুণীটির নাম মালাক আল শেহরী। তিনি গত মাসে রিয়াদের একটি প্রধান রাস্তায় হিজাব ছাড়া পোশাক পরে ছবি তোলে তা টুইটারে পোস্ট করেছিলেন।
7
মাইমান একটি বিবৃতিতে বলেন, অতি রক্ষণশীল রাজ্যগুলোতে কেউ ‘সাধারণ নৈতিকতা লঙ্গন’ করছে কিনা তা পর্যবেক্ষণ করে দেশটির পুলিশ। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত নারীটি রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের পাশে দাঁড়িয়ে হিজাব ছাড়াই ছবি তোলেন ও পরবর্তীতে তা টুইটারে পোস্ট করেন। কিন্তু এটি সৌদি সমাজের নিয়ম বহির্ভূত।’ নারীটিকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, তার বিরুদ্ধে অপরিচিত পুরুষদের সঙ্গে খোলাখুলি ভাবে নিষিদ্ধ সম্পর্ক নিয়ে কথা বলার অভিযোগও রয়েছে।

বিষয়টি নিয়ে রিয়াদের পুলিশ জোর দিয়ে বলছেন, মহিলাটির কাজটি দেশটিতে প্রচলিত ‘ইসলামের মিক্ষা মেনে চলা’ আইনকে লঙ্ঘন করে। তার কর্ম দ্বারা সে সাধারণ মানুষকে আহবান জানান, যেনো তারা আইনটিকে না মানেন।

উল্লেখ্য, তেল সমৃদ্ধ মরুভূমি রাজ্য সৌদি আরবের মহিলাদের উপর পৃথিবীর সবচেয়ে কিছু কড়া নিয়ম চালু আছে। এটা পৃথিবীর একমাত্র দেশ যেখানে মেয়েদের গাড়ি চালানোর কোনো অনুমতি নেই। দেশটির নারীরা যখন জনসম্মুখে বা কোলাহলপূর্ণ কোন স্থানে যায় তখন তাদের পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখার নিয়ম রয়েছে দেশটিতে।

জিও টিভি

Check Also

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রনে ঢাকায় এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।