১৯ বছরে চ্যানেল আই, জমকালো উদযাপন

১লা অক্টোবর প্রথম প্রহরে চ্যানেল আই প্রাঙ্গণে এসেছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা চ্যানেল আইয়ের উনিশ বছরে পদার্পণের শুভক্ষণকে বরণ করে নিতে। এরপর আগত অতিথিদের সঙ্গে নিয়ে ১৯টি কেক কেটে ১৯ বছরের পথচলার যাত্রা শুরু করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশিদ মজুমদার ও মুকিত মজুমদার বাবু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, দীলিপ বড়–য়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কনা রেজা, মেহের আফরোজ চুমকী, মো. তাজুল ইসলাম, এ্যাড. সানাউল্লাহ মিয়া, এ্যাড. জয়নাল আবেদিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রফেসর ডা. এ কে আজাদ চৌধুরী, মে. জে. সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, প্রফেসর আবদুল মান্নান খান, সৈয়দ নুরুল ইসলাম, ফারজানা ব্রাউনিয়াসহ চ্যানেল আই পরিবারের সদস্য ও শুভানুধ্যায়িরা। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, বিশ্বময় বাংলা ভাষাভাষী মানুষের স্বপ্নধারাকে আরো বাস্তবায়িত করার প্রয়াস নিয়ে চ্যানেল আইয়ের আগামীর পথচলা আরো বেগবান হোক। ১৯ বছরের পথচলায় এটাই আমাদের কামনা। আপনারা চ্যানেল আইয়ের পাশে শুরু থেকেই আছেন, আগামীতেও আপনাদের পাশে চায় চ্যানেল আই। আমরা মনে করি বাংলাদেশের সব মানুষই চ্যানেল আই পরিবার। চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী। দেশের জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ হয়েছে বিশেষ ক্রোড়পত্র। শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা।

Check Also

সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ চায় টিআইবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল পুরো দেশ। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।