২১শে অক্টোবর রজতজয়ন্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন ২০১৬ শনিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে সকাল সাড়ে ১০ টায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের সিনেটে বিশ^বিদ্যালয়ের চাকুরী সংবিধির কতিপয় ধারায় সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয় এবং এ বছরের ২১শে অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 13

অধিবেশনে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় বিশে^র মধ্যে অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। বৃহৎ আয়তন বা পরিধির কারণে জাতীয় বিশ^বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অনীহা বা অপারদর্শিতা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এখনও পেশাদারিত্বের মনোভাব গড়ে না ওঠা, প্রধানত সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে আন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি। এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

সিনেট অধিবেশনে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, বাবু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বেগম হেপী বড়াল এমপি, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চেীধুরী, বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিনসহ  অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, ড. আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনারবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এতে মোট ৪৭ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরার শীর্ষ সন্ত্রাসী দোলন ও তার তিন সহযোগী অস্ত্র ও গুলিসহ আটক

সাতক্ষীরা  প্রতিনিধিসাতক্ষীরায়  সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।