আগামী ১৮ জুন ৮ গুণী ব্যক্তিকে বাঁধনহারার সম্মাননা

আগামী মঙ্গলবার (১৮ জুন) ঈদ-উল-আযহার পরেরদিন বিকেল ৩টায় বাঁধনহারা সাহিত্য পরিষদ এর উদ্যোগে ৮ গুণী ব্যক্তিকে বাঁধনহারা সম্মাননা পদক প্রদান ও ‘ছুটির দিনের গল্প’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬৫নং উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবার বাঁধনহারা সম্মাননা পদক পাচ্ছেন-শিক্ষাবিদ হিসাবে ড. মোহাম্মদ অবদুল গফফার, নজরুল গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, জাতীয় সাংবাদিকতায় দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, আঞ্চলিক সাংবাদিকতায় দৈনিক জন্মভুমির কালিগঞ্জ সংবাদদাতা শেখ সাইফুল বারী সফু, কবিতায় বিশিষ্ট কবি স ম তুহিন, ইসলামী প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মো. জাহিদুর রহমান ও সম্পদনায় বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী। প্রধান আলোচক থাকবেন সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুকুল। বিশেষ অতিথি থাকবেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কাটুনিয়া রাজবাড়ি কলেজের ড. মিজানুর রহমান, কালিগঞ্জ বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকার ম্যানেজার ও এসএভিপি মো. রবিউল বাশার। স্বাগত বক্তব্য রাখবেন বাঁধনহারা সাহিত্য পরিষদ এর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইব্রাহিম বাহারী। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন ও বিশিষ্ট কবি শাহাজাহান কবীর শান্ত।#

Check Also

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

 আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।