ইস্তাম্বুলের নাইট ক্লাবে হামলা, নিহত বেড়ে ৩৯

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ৩৫ জন। আহত হয়েছে আরো ৪০ জন।
শনিবার রাতে বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে এই হামলা হয়। সশস্ত্র ব্যক্তিরা উৎসবরত লোকজনের ওপর গুলিবর্ষণ করে। হামলার সময় সেখানে প্রায় ৭০০ লোক উপস্থিত ছিল।

জনপ্রিয়।

তুরস্কের ইস্তাম্বুলের একটি নৈশক্লাবে নববর্ষ উদযাপনের সময় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ১৬ বিদেশি নাগরিক রয়েছেন। শহরের গভর্নর ভাসিপ সাহিন বিষয়টি জানিয়েছেন।

গভর্নর জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এটি একটি সন্ত্রাসী হামলা।

ইস্তাম্বুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে হামলায় অন্তত ৬৯ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন ভাসিপ সাহিন।

সাহিন বলেন, ‘দূরপাল্লার আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল।’

হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। এদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করে।

বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন।

সন্ত্রাসী হামলার আশঙ্কায় এরই মধ্যে প্রায় ১৭ হাজার পুলিশ দায়িত্বে নিয়োজিত ছিল। ইস্তাম্বুলে ছিল উচ্চ সতর্কতা।

বেশ কিছু হামলা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বা কুর্দিশ জঙ্গিরা চালায়।

মাত্র কিছুদিন আগেই আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যা করেন পুলিশ কর্মকর্তা মেভলুত মের্ত আলতিনতাস।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।