কঙ্গোয় জাতিগত হামলায় নিহত ২৫

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে জাতিগত নান্দে সম্প্রদায়ের মিলিশিয়াদের হামলায় ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের প্রায় সবাইকেই চাপাতি দিয়ে শিরচ্ছ্বেদ করা হয়েছে।

নর্থ কিভু প্রদেশের গভর্নরের স্থানীয় প্রতিনিধি ফ্রান্সিস বাকুন্দাকাবো বলেন, কিয়াঘালা গ্রাম ও এর আশপাশের এলাকায় মিলিশিয়া সংগঠন মাই-মাই মাজেম্বের সদস্যরা চাপাতি দিয়ে ২৫ বেসামরিক লোককে শিরচ্ছ্বেদ করেছে। নিহতদের সবাই হুতু সম্প্রদায়ের।

তিনি বলেন, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধি হোপ কুবুয়া বলেন, নিহতদের মধ্যে ২৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে নান্দে ও হুতু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং নর্থ কিভুর মধ্যাঞ্চলীয় গ্রামগুলোতে উভয়পক্ষই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে।

Check Also

লেবাননের ১৫০০ সেনা হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরপর একের পর এক সেনা হতাহত হয়েছে ইসরায়েলে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।