কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আক্রান্ত ৮৮৭ মৃত্যু ১৪

ক্রাইমর্বাতা রির্পোাট:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ে করোনা আক্রান্ত হয়েছেন। অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। দু’জনই চিকিৎসাধীন রয়েছেন। কৃষিবিদ খায়রুল আলম আরও জানান, আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে আছেন। তার ফলাফল এখনো আসেনি।

Check Also

তালা খেশরায় কয়েক হাজার মানুষ পানিবন্দি,যোগাযোগ বিচ্ছিন্ন

কামরুজ্জামান—মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা খেশরায় অতি বৃষ্টির ফলে হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, খেশরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।