খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক ফের বুধবার

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বুধবার ফের অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

অাজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশিবাজারে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে ওই যুক্তিতর্ক শুরু হয়।

টানা প্রায় পৌনে দু’ঘণ্টা যুক্তিতর্ক চলে। এরপর দুপুর সোয়া ১টার দিকে এক ঘণ্টার বিরতি শেষে বেলা আড়াইটায় ফের শুরু হয় যুক্তিতর্ক।

পরে বিকেল পৌনে ৪টার দিকে আদালত যুক্তিতর্ক মুলতবি করেন। আর অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করা হয়।

যুক্তিতর্কে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান প্রথমেই দুদকের ১৩তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর যুক্তি তুলে ধরেন।

এ সময় তিনি সোনালী ব্যাংকের কোন ডকুমেন্ট আদালতে প্রদর্শিত হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখেছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবীর খোকন, আফরোজা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

খালেদার আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

দুদকের পক্ষে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট মীর আব্দুস সালাম, অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক প্রমুখ।

২৬,ডিসেম্বর ২০১৭,মঙ্গলবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।