গাজীপুরে সৌদি আরবের তিনবাহিনীর প্রতিনিধিদল 

গাজীপুর সংবাদদাতাঃ সৌদি আরবের তিন বাহিনীর একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল মঙ্গলবার গাজীপুরস্থ বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন। রয়্যাল সৌদি আর্মড ফোর্সেস এর চিফ অব জেনারেল ষ্টাফ (সিজিএস) জেনারেল আব্দুল রাহমান বিন সালেহ আল-বানইয়ান এর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি সকাল ১১টার দিকে বিএমটিএফ-এ এসে পৌছেন। এসময় বিএমটিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি তাঁদের অভ্যর্থনা জানান। প্রতিনিধি দলকে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়। পরে তারা বিএমটিএফ এর বিভিন্ন শপ ও ফ্যাক্টরি পরিদর্শন করেন। পরিদর্শণকালে বাংলাদেশের অর্থনীতিতে বিএমটিএফ এর অবদান দেখে প্রতিনিধি দলটি ভূয়সী প্রশংসা করেন।

এর আগে প্রতিনিধিদলটি হেলিকপ্টার যোগে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) আসেন। সেখানে তাদেরকে বিওএফ এর কমান্ডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী আরসিডিএফ পিএসসি অভ্যর্থনা জানান এবং ব্রিফিং করেন। পরে তারা বিওএফ এর বিভিন্ন শপ ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিনিধিদলের অন্যরা হলেন- নেভাল ফোর্সের রিয়ার এডমিরাল সালেহ বিন মোহাম্মদ আল-শামরানি, ল্যান্ড ফোর্সের মেজর জেনারেল সোনাইদ দাহের আল-মুজাইনী, সিজিএস এর মিলিটারি এডভাইজার মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ আল-যোহানি, মিলিটারি গোয়েন্দা সংস্থার মেজর জেনারেল ইঞ্জি. মাশারি বিন সাদ আল-গুনাইম, আর্মড ফোর্স সেনা শিক্ষা কোরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বিন যায়েদ আল-মোতাইন, বিমান বাহিনীর এয়ার কমোডর খালেদ বিন সালামা আল-লুগমানি, জেনারেল রিলেশন এন্ড মোরাল গাইডেন্স এর ডিজি গ্রুপ ক্যাপ্টেন মাজেদ বিন আব্দুল্লাহ তালেব, ডাইরেক্টর অব মিলিটারি ওয়ার্কস এর কর্ণেল ইঞ্জি. মোহাম্মদ ইয়াহিয়া আল-বাদাইয়ি, সিজিএস দপ্তরের লে. কর্ণেল আহমেদ বিন সালেহ, ডাইরেক্টরেট অব জেনারেল রিলেশন এন্ড মোরাল গাইডেন্স এর ইব্রাহিম বিন আব্দুল রহমান আল-হোসাইনী এবং সিজিএস এর সেক্রেটারি ক্যাপ্টেন আব্দুল রহমান বিন আব্দুল্লাহ আল আজাজি।

জানা গেছে, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) রুগ্ন প্রতিষ্ঠাণ হিসেবে ২০০০ সালে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তখন এ প্রতিষ্ঠানের লোকসানের পরিমান ছিল প্রায় ১২১ কোটি টাকা। বর্তমানে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে জুতা, গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরী এবং গাড়ি এসেম্বল করা সহ ১০টি বিভিন্ন কারখানা রয়েছে।
###

Check Also

জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এবার চাকরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।