গৃহবধূ গণধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুরের গৃহবধূ গণধর্ষণ মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন।28

সাজাপ্রাপ্তরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির উদ্দিন (২৮), হাসেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)। এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে জোরপূর্বক পাশবর্তী বাগানে নিয়ে গণধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর দিন গৃহবধূ নিজে ৪ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
লক্ষ্মীপুর জজকোর্টের বিশেষ পিপি এডভোকেট আবুল বাশার এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Check Also

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

 আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এনজিও প্রতিনিধি এবং যুব সংগঠনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।