ট্রাম্প বিরোধী বিক্ষোভ, আটক ব্যক্তিদের ১০ বছরের কারাদ- হতে পারে

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনসহ বিশ্বের নানা শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের নেতৃত্বে রয়েছে নারীরা। তবে ট্রাম্পের শপথ গ্রহণের দিন বিক্ষোভ করতে যেয়ে আটক ব্যক্তিদের ১০ বছর কারাদ- হতে পারে বলে জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় সরকারের কৌসুলিরা। পার্সটুডে30

গত ২০ জানুয়ারি শুক্রবার শপথ নেয়ার সময়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে দুইশ’ ১৭ ব্যক্তিকে আটক করা হয়। আটক অনেকের বিরুদ্ধে অপরাধমূলক দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তির ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়া বা পাঁচ হাজার ডলারের বেশি সম্পত্তি বিনষ্ট করাকে ওয়াশিংটন ডিসির আইন অনুযায়ী অপরাধমূলক দাঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়। এ সব আটক ব্যক্তির অধিকাংশকে ২৫ হাজার ডলার জরিমানা করা হতে পারে বলেও জানানো হয়েছে।

মার্কিন এটর্নি অফিস থেকে বলা হয়েছে, অধিকাংশ আটককারীকে বিনা জামিনে মুক্তি দেয়া হয়েছে। ফেব্রুয়ারি বা মার্চ মাসে তাদের বিচার প্রক্রিয়া শুরু হতে পারে; তার আগে যেন তারা পুনরায় গ্রেফতার হওয়ার মতো তৎপরতায় জড়িয়ে না পড়েন।

Check Also

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রনে ঢাকায় এসে পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।