দেবহাটা উপজেলা চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত

দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। গত ১৯ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ৪৬.০৪৬.০২৭০০.০০.১৬৯.২০১৪-৬০৩ নং স্মারকে উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন পত্রে জানানো হয়েছে, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণির বিরুদ্ধে দেবহাটা থানায় গত ২০১৭ সালের ২১ জুন তারিখের অভিযোগপত্র নং-৯৩, ধারা: ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক/২১ এবং অভিযোগপত্র নং- ৯৩ক, ধারা: দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ বিজ্ঞ আদালত কর্তৃক যথাক্রমে গত ১৯-২-২০১৮ তারিখে গৃহিত হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করেন। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]- এর ধারা ১৩(খ)(১) অনুসারে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

Check Also

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ছাড়াও আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।