নাটোর প্রতিনিধি
নাটোরে চলনবিল এলাকার কৃষকেরা বন্যায় আমনের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাপক ভাবে সরষের চাষ করেছেন। এ অঞ্চলের ফসলের মাঠগুলোতে এখন সরষের হলুদ ফুলে ছেয়ে গেছে। রাস্তার ধারে কিংবা ফসলের মাঠে সবুজের মাঝে চোখ ধাঁধানো হলুদ সরষে ফুল। মাঠের পর মাঠ জুড়ে হলুদ ফুলের দৃষ্টি নন্দন মনোরম এক দৃশ্য। সরষের ফুল আকৃষ্ট করছে মৌমাছি সহ প্রকৃতি প্রেমীদের। চলনবিল এলাকাই এখন মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। মৌ চাষিরা মধু আহরণে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় মৌ চাষীরা তাদের আস্তানা গেড়েছেন। আবহাওয়া ভাল থাকলে চলতি মওসুমে এই অঞ্চলে লাভজনক মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মৌচাষীরা জানিয়েছেন। সিংড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষকরা সরিষার মাঠগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এ সময়টা পোকা-মাকড়সহ বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণ বেশি হওয়ায় কাংক্ষিত ফসল ঘরে তুলতে কৃষকদের বাড়তি পরিচর্যা করতে হচ্ছে। নাটোর জেলার সিংড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে সরিষার আবাদ দেখা যায় তবে এ বছর আবাদ অনেক কম হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিস। সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন বলেন, এবারে চলন বিলের পানি নামতে দেরি হওয়ায় সরিষার চাষ খুব একটা ভাল হয়নি। গত বছর চৌদ্দশ’ হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবছর তা কমে আটশ’ ৩০ হেক্টরে দাঁড়িয়েছে। তিনি আরো জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …