নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি : তালায় বিএনপি নেতা হাবিব

ক্রাইমর্বাতা রিপোর্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মদনপুর বাজারে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি’র আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

 

এসময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরী হয়নি। সেজন্য আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ময়েজ উদ্দীন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ঢাবি ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ-উল-ইসলাম, তালা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আনিচুজ্জামান আনিচ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকরামুল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

##

Check Also

ঘূর্ণিঝড় “দানা” নিয়ে আতঙ্কিত শ্যামনগর উপকূলবাসী

মোজাফফর হোসাইন: শ্যামনগর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, আর এতেই আতঙ্ক নেমেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।