ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল, শ্যামনগর ব্যুরো ॥ শ্যামনগর প্রেসক্লাবে মিঠুন কর্মকারকে জড়িয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কৃষ্ণপদ কর্মকার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল সংবাদ সম্মেলনে কৃষ্ণপদ কর্মকার তার লিখিত বক্তব্যে বলেন, গত ২ এপ্রিল নাসির উদ্দীন কর্তৃক ভেটখালীর সুকুমার কর্মকারের পুত্র মিঠুন কর্মকারকে জড়িয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অপহরণ মামলার আসামী জাকির হোসেন সুমন এর সাথে মিঠুন কর্মকারের কোন সম্পর্ক নেই বা ছিলনা। মামলার বাদীনি মেহেরুনন্নেছার কন্যা অপহরনের সাথে তার কোন সম্পৃক্ততা ছিলনা। তার পরেও তাকে আসামী করে হয়রানী করা হচ্ছে। মিঠুন একজন মেধাবী ছাত্র । তার উজ্জ¦ল ভবিষ্যতকে নষ্ট করার জন্য তার নামে মামলা করা হয়েছে। মামলা থেকে অব্যহতি পেতে পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।