বগুড়ায় ছাত্রী ধর্ষণ: কাউন্সিলর রুমকি ও তুফানের স্ত্রী শাশুড়িসহ ৫ জন রিমান্ডে

বগুড়া : বগুড়ার বহুল আলোচিত ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার ঘটনার মূলহোতা কাউন্সিলর রুমকি ও তুফান সরকারের স্ত্রীসহ গ্রেফতারকৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।d081baed4320be39c1b1bcccb2ee0e54-597df3c4771c8
আজ বিকেলে তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক কাউন্সিলর রুমকির ৪ দিনের এবং বাকিদের ২দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

জানাগেছে, গতকাল রাতে ঢাকার সভার ও পাবনা থেকে গ্রেফতারকৃত ধর্ষক তুফান সরকারের স্ত্রী আশা, তার মা রুমি, আশার বড় বোন ও পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি, গাড়ি চালক জিতু ও তুফানের সহযোগী মুন্নাকে সোমবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
বিচারক শ্যাম সুন্দর রায় শুনানি শেষে কাউন্সিলর রুমকির ৪ দিন এবং বাকিদের ৩দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান দুপুরে তার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে জানান, ধর্ষিতা ও তার মায়ের মাথা ন্যাড়াকারী নাপিত জীবনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ঘটনার মূলহোতা শ্রমিকলীগ নেতা তুফান সরকার ও তার সহযোগিরা ছাত্রী ধর্ষণ ও মাথা ন্যাড়া করার বিষয়টি স্বীকার করেছে বলেও পুলিশ সুপার জানান।
শ্রমিকলীগ নেতা তুফান সরকার ও তার দুই সহযোগী তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

Check Also

সেই চার পুলিশ কর্মকর্তার তিনজন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।