ভার্চুয়াল আদালতে প্রথম আদেশ:সংগ্রামের সম্পাদকের জামিন শুনানি আগামিকাল

ক্রাইমর্বাতা রির্পোাট:    সুপ্রিম কোর্টের হাইকোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে অনলাইনে মামলার শুনানির কার্যক্রম শুরু হয়েছে। আজ বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে
ডলফিন হত্যা বন্ধে ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের দায়ের করা রিট আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত হালদা নদীর ডলফিন রক্ষার নির্দেশ দিয়েছেন।এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে সংশিষ্টদের।

এর আগে গতকাল চট্টগ্রামের হালদা নদীতে একের পর এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন এ রিট দায়ের করেন।
রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে। অনলাইন মাধ্যমে রিট আবেদনকারী নিজেই শুনানিতে অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
ওদিকে, ভার্চুয়াল আদালতে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাখিল করা জামিন আবেদনের শুনানি হবে আগামীকাল। হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে শুনানির এ দিন ধার্য করা হয়েছে বলে জানান আবুল আসাদের আইনজীবী
এডভোকেট শিশির মনির। তিনি বলেন,
সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নিবেন।।

Check Also

তালা খেশরায় কয়েক হাজার মানুষ পানিবন্দি,যোগাযোগ বিচ্ছিন্ন

কামরুজ্জামান—মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা খেশরায় অতি বৃষ্টির ফলে হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, খেশরায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।