মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন নিয়ে প্রেস ব্রিফিং

ক্রাইমবার্তা রিপোট:অজয় কুন্ডু, মাদারীপুর:ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২ রাউন্ড উপলক্ষে জেলার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।21
আজ বুধবার বেলা ১২টার সময় সম্মেলন কক্ষে জেলা সকল সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিং বলা হয়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১০ ডিসেম্বর ২ রাউন্ড ২০১৬ শনিবার পালন করা হবে এবং ৬ থেকে ১১ মাস শিশুর জন্য নিল রং এর ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর জন্য লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুও ঝুঁকি কমায়।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. দীলিপ কুমার দাস এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং সভায় ছিলেন সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম খলিলুর রহমান, ডা. দেবাশিষ চাকমা, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক শাজাহান খানসহ বিভিন্ন প্রেন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় জরায়ু ক্যানসার সর্বোচ্চ

৯৪ হাজার কিশোরীকে দেওয়া হচ্ছে এইচপিভি টিকা সাতক্ষীরা সংবাদদাতাঃ জরায়ুমুখে ক্যানসার রোধে সাতক্ষীরায় ৯৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।