মির্জা ফখরুলের নেতৃত্বে হাওরাঞ্চল পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

মির্জা ফখরুলের নেতৃত্বে হাওরাঞ্চল পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নেত্রকোনা ও সুনাগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনে গেছেন। শনিবার ভোরে মির্জা ফখরুল নেত্রকোণার উদ্দেশ্যে রওনা হন। তারা  নেত্রকোনার মোহনগঞ্জ থেকে স্পিডবোটে খালিয়াজুড়ি এবং মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চল পরিদর্শন করবেন। তিনি সেখানে অকালে ফসল হারানো কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সত্যিকারের দুরাবস্থার চিত্র নিজ চোখে দেখে তা দলীয় প্রধানকে জানাবেন।

মির্জা ফখরুল ইসলাম বেশ কয়েকটি পথসভা করবেন বলেও জানা গেছে। তার সঙ্গে নেত্রকোনা জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতারাও রয়েছেন।

এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় অকাল টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিপ্রবাহ স্থানে স্থানে দুর্বল ফসলরক্ষা বাঁধ ভেঙে ও উপচে হাওর অঞ্চলের ৩০টিরও অধিক উপজেলার দুই লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান তলিয়ে গেছে।এরজন্য পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনী পালে হওয়া: আজ মনোনয়নপত্র দাখিল

 দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী পালে হাওয়া লাগতে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।