মৃত্যু ৩৮০০ ছাড়ালো করোনায় আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

ক্রাইমবাতা রিপোটঃ   দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৮৬৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২২ জনে। মোট শনাক্ত দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৫৩ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।