যশোরে ৪ ওয়ার্ডের নির্বাচন স্থগিত

ক্রাইমবার্তা রিপোট: যশোর অফিসযশোর জেলা পরিষদ নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে চারটি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বুধবার ভোরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্বাচন স্থগিত করা হয়।

স্থগিত ওয়ার্ডগুলো হলো, সাধারণ ৩ ও ৯ এবং সংরক্ষিত ২ ও ৩ ওয়ার্ড।

যশোর জেলা নির্বাচন অফিস সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ ৩ ও ৯ এবং সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, স্থগিত হওয়া ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদের তিনজন ও সাধারণ সদস্য পদের তিনজনের মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল ঘোষিত হয়। পরবর্তীতে মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা আপিল কর্তৃপক্ষের কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করলে তা না মঞ্জুর হয়। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান পাঁচ প্রার্থী। এ নির্দেশনা পেয়ে জেলা রিটার্নিং অফিসার ঘোষিত গণবিজ্ঞপ্তি সংশোধন করে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন। একইসাথে প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেন। এরপর মাননীয় হাইকোর্টের নির্দেশনার বিপক্ষে উচ্চ আদালতের আপিল বিভাগে রিট আবেদন করেন নির্বাচন কমিশন। রিট গৃহিত হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচনের কয়েক ঘণ্টা আগে রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে যশোরের চারটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেন।

Check Also

সাতক্ষীরায় তালায় বিভিন্ন স্থানে জামায়াতের সমাবেশে

কামরুজ্জামান-মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিতালায় অগ্রসর কর্মী শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার তালায় অগ্রসার কর্মী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।