যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা সমাপনী খেলায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

মীর খায়রুল আলম,সাতক্ষীরা :
যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা-২০১৭ গত ১১ সেপ্টেম্বর ২০১৭ হতে ১৪ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর সর্বমোট ০৩ টি স্বর্ণ পদক, ০৫টি রৌপ্য পদক ও ০২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা সর্বমোট ০২ টি স্বর্ণ পদক, ০২টি রৌপ্য পদক ও ০২টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর-এর অধীনস্থ-৬, ১৭, ২১, ৩৮, ৪৭, ৪৯ ও ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হতে যোগ্য, পারদর্শী এবং প্রতিভাবান জুডো খেলোয়াড়গণ অংশগ্রহণ করেছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ প্রতিযোগিতার সমাপনী দিবসের আকর্ষনীয় চূড়ান্ত খেলা(-৬৬ কেজি ওজন শ্রেণী ও -৭৩ কেজি ওজন শ্রেণী)ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-এ অধিনায়ক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যাটালিয়ন হতে আগত খেলোয়াড় ও দর্শকবৃন্দ উপভোগ করেন।
উক্ত প্রতিযোগিতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর-এর রিজিয়ন কমান্ডার কাজী তৌফিকুল ইসলাম, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সুন্দর ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর নম্বর-৮৬৩৬৪ সিপাহী মোঃ শিপন মিয়া ও নম্বর-৯৬৮১৬ সিপাহী মোঃ শরীফুল ইসলাম(শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়)।

Check Also

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় দুই জেলে আটক

শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।