সরকারের উচিত রায়কে মাথা পেতে গ্রহণ করা: বি চৌধুরী

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিমকোর্ট যে রায় দিয়েছেন সেটাই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

তিনি বলেন, সরকারের উচিত তা মাথা পেতে গ্রহণ করা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিচারপতি এবিএম খায়রুল হকের মতো কিছু লোকদের ‘সুপারামর্শ’ ছাড়া সরকার চলতে পারে না।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

Check Also

আশাশুনির প্রতাপনগরে সীরাতুন্নবী (স) মাহফিল, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ৫০ সহস্রাধিক লোকের উপস্থিতিতে ঐতিহাসিক সিরাতুন্নবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।