সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন,  সাতক্ষীরাঃ
 সাতক্ষীরায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ শে অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’ র সভাপতিত্বে প্রশিক্ষণ দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক কে. এম.মাহাবুব কবির, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার, সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
এসময়  শব্দ দূষণ রোধে যানবহনে সরকার ঘোষিত হর্ণ ব্যবহার করতে ও  অযথা হর্ণ বাজানো থেকে বিরত থাকতে সবাইকে সচেতন হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করা হয়।
কর্মশালায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিক অংশ নেন।

Check Also

আশাশুনি উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের কমিটি গঠন। সভাপতি হাফেজ খায়রুল,সম্পাদক বুলবুল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলা হাফেজ কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।