সাতক্ষীরার আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আঃ রউফ বিজয়ী

ক্রাইমর্বাতা রিপোর্ট : সাতক্ষীরা: আসাদুজ্জামান ::সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫ টি কেন্দ্রে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে চেয়ারম্যান পদে পূনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ ৫টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বের ৪টি কেন্দ্রেসহ সব মিলিয়ে মোট ৯ টি কেন্দ্রে ধানেরশীষ প্রতীকে ১০,১৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

উল্লেখ, বিগত ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলেও বাকী ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। এই ৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯,২২১ জন। এর মধ্যে পুরুষ ৪ ৫৯৭ জন ও মহিলা ৪,৩৩৪জন। ভোট গ্রহণ শেষে এই ৫টি কেন্দ্রের মধ্যে আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক পেয়েছে ১৩৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৭১৬ ভোট, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৭৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট, আলীপুর দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৬০ ভোট, ধানের শীষ পেয়ে ১০১৩ ভোট, বুলারাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৫ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৫৭ ভোট ও দক্ষিণ আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৩৬ ভোট এবং ধানের শীষ প্রতিক পেয়েছে ৭৪৪ ভোট। ৫টি কেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪০৬৫ ভোট এবং নৌকা প্রতিক পেয়েছে ১৩৮৫।
পূর্বের ৪টি কেন্দ্রেসহ মোট ৯ টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ ধানেরশীষ প্রতীক নিয়ে ১০,১৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতিক নিয়ে ৩,১০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেন জানান, শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

Check Also

অনার্স মাস্টার্স শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :বৈষম্য অবসান কল্পে অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবির কর্মসূচিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।