সাতক্ষীরায় করোনার র্সবশেষ পরিস্থি জানালেন জেলা প্রশাসক

                                                                  প্রেস নোট

09/5/২০২০

 

কোভিড-19 পরিস্থিতি: সাতক্ষীরা

ক্রমিক নং   পূর্বদিন পর্যন্ত সংখ্যা বর্তমান তারিখে সংখ্যা মোটসংখ্যা মন্তব্য
আক্রান্ত 3 0 3 ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগতদের বাড়িতে লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
নমুনা সংগ্রহ ৪33   433
রিপোর্ট প্রাপ্তি 313   313
বাড়িতে কোয়ারেন্টাইন 27,848 3 27,851
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 3,909 0 3,909
আইসোলেসন 0
কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত 28,511 314 28,825
আরোগ্যলাভকারী 0 0 0
মৃত্যুবরণকারী 0 0 0
১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত 11,255 0 11,255
ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি 11,255 0 11,255

 

করোনা চিকিৎসা চিত্রঃ

 

চিকিৎসা কেন্দ্র সংখ্যা মোট বেড কোভিড-19 চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ডাক্তার সংখ্যা নার্সের সংখ্যা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী

(পিপিই)

মজুদ বিতরণ
সরকারি 8 631 54 1২৩ 289 6236 4594
বেসরকারি 24 420 0 130 240 0 0

চিকিৎসা সরঞ্জাম

সংখ্যা মন্তব্য
এ্যাম্বুলেন্স ০৩ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, চিকিৎসকদের কোয়ারেন্টাইনের জন্য মোজাফফর গার্ডেন রিসোর্টকে প্রস্তুত রাখা হয়েছে।
আইসিইউ ০৮
অক্সিজেন সিলিন্ডার ২০
নেবুলাইজার ২০
আইসোলেসন ১০০
কোভিড পজিটিভদের বেড ২৭
কোভিড-১৯ চিকিৎসক ২৫৩

 

 

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন চিত্র

উপজেলার নাম প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন হোম কোয়ারিন্টাইন  
আশাশুনি 0 388 1 থেকে ২৮ মার্চ পর্যন্ত ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে ১১,২৫৫ জন লোক সাতক্ষীরায় এসেছিল। জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এর মাধ্যমে হোম কোয়ারিন্টাইন নিশ্চিত করা হয়েছিল। গত ২ সপ্তাহে আক্রান্ত ৬ জেলা থেকে প্রায় ২০ হাজারের মত মানুষ এ জেলায় এসেছে। এদের মধ্যে ৩০৯৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং বাকিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
দেবহাটা 24 469
কালিগঞ্জ 19 457
শ্যামনগর 0 450
কলারোয়া 4 189
তালা 0
সদর 1126
মোট 52 3079

 

করোনা ভাইরাস প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত, বিতরণ ও মজুদ

ত্রাণ কার্য (নগদ) ত্রাণ কার্য (চাল) (মেঃ টন) শিশু খাদ্যক্রয় (নগদ) মন্তব্য
মোট বরাদ্দ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিতরণ বর্তমান মজুদ উপকারভোগী

পরিবার সংখ্যা

উপকারভোগী

লোক সংখ্যা

মোট বরাদ্দ বিতরণ বর্তমান মজুদ উপকারভোগী

পরিবার সংখ্যা

উপকারভোগী

 

মোট বরাদ্দ বিতরণ বর্তমান মজুদ

 

 

 

 

উপকারভোগী

পরিবার সংখ্যা

উপকারভোগী

লোক সংখ্যা

৮০,50,000/- ৬৬,১০,০০০/- ১৪,৪০,000/- ৩২,৮৫৯ ১,৬৪,২৮৫ ১৬০০.০০০

 

১৩০০.০০০ ৩০০.০০০ ১,৩০,০০০ ৬,৫০,০০০ ২০,00,000/ ১৫,৯৯,৯৩১/-

 

৪,00,069/- ৬,৪৬৮ ১০.৪৬৮

 

* মোট অগ্রাধীকার তালিকাভুক্ত পরিবার সংখ্যা-৩,৬৬,৫৩০

 

 

 

জেলার সরকারি সহায়তা পরিস্থিতি

মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় সাতক্ষীরা জেলায় ৫৫০০০ খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

    খাদ্য সহায়তা নগদ অর্থ শিশু খাদ্য
1. সাতক্ষীরা সদর 225 মেঃ টন 9,83,500/- 2,80,456/-
2. কলারোয়া 142 মেঃ টন 7,15,000/- 1,59,448/-
3. তালা 163 মেঃ টন 8,27,000/- 1,61,448/-
4. আশাশুনি 151 মেঃ টন 8,18,000/- 1,61,870/-
5. দেবহাটা 96 মেঃ টন 5,57,000/- 1,19,586/-
6. কালিগঞ্জ 154 মেঃ টন 7,94,500/- 1,61,448/-
7. শ্যামনগর 176 মেঃ টন 8,90,000/- 2,80,456/-
8. সাতক্ষীরা পৌরসভা 142 মেঃ টন 7,57,000/- 1,95,495/-
9. কলারোয়া পৌরসভা 51 মেঃ টন 2,08,000/- 79,724/-
10. মোট 1300 মেঃ টন 6৬,১0,000/- 15,99,931/-
  অবশিষ্ট ৩00 মেঃ টন ১৪,৪0,000/- ৪,00,069/-
  মোট = 1৬00 মেঃ টন ৮০,50,000/- ২০,00,000/-

 

বেসরকারি ত্রাণ কার্যক্রম

  • সাতক্ষীরা জেলার ৪ জন মাননীয় সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে নিজেরা ত্রাণ সহায়তা চালিয়েছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন।
  • জেলা প্রশাসক স্বল্প পরিসরে ব্যাক্তিগত তহবিল থেকে কিছু মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। জেলা প্রশাসন ইফতার মাহফিলের বাৎসরিক ব্যয়ে এবার কর্মহীন ২০০ পরিবারের মাঝে আজ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করবে।
  • জেলা পুলিশ নিজস্ব অর্থায়নে ব্যাপকভিত্তিক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেক ব্যাক্তি ও প্রতিষ্ঠান ভিত্তিক দান অনুদানের একটি ডাটাবেসের কাজ চলমান রয়েছে।
  • জেলা আওয়ামী লীগ জেলা সদর ও বিভিন্ন উপজেলায় অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়াও, বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনসমূহ মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন।
  • জেলা পরিষদ জেলা সদরে এবং উপজেলাভিত্তিক সদস্যের মাধ্যমে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
  • সাতক্ষীরার বাস-মিনিবাসমালিক সমিতির নিজস্ব অর্থায়নে ৫,৬০,০০০ টাকায় ১০০০ জন বাস-মিনিবাস শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
  • সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির অর্থায়নে ১৫৫০ জন ট্রাক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
  • মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সরকারি সহায়তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান।

 

বেসরকারি ত্রাণ তহবিলের তথ্যঃ

উপজেলারনাম বেসরকারি ত্রাণ তহবিলে সংগ্রহ (লক্ষ টাকা) জেলা প্রশাসকের কার্যালয়ে (সংগৃহীত) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে (সংগৃহীত)
আশাশুনি ১১.84 ·         জেলা প্রশাসকের ঈদ বোনাস

·         জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ

·         সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ১ লক্ষ টাকা নগদ অনুদান

·         জেলা কৃষি বিভাগ তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে প্রদান করেছেন

·         উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ

·         উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বেতন

·         প্রবাসী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীগণ

দেবহাটা ৩.৭০
কালিগঞ্জ ১৬
শ্যামনগর ৭.২০
কলারোয়া 1.৪৩
তালা ৪.৭৪
সদর ১.৭৪

 

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ বাজার

ক্রম ভ্রাম্যমাণ বাজারের স্থান  
১ নং ওয়ার্ডে সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠ ·         জনসমাগম কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

·         প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।

·         উপজেলা এবং ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ বাজার কার্যক্রম চলমান রয়েছে।

 

২নং ওয়ার্ডে্ লস্কর পাড়া স্কুল মাঠ
৩নং ওয়ার্ডে পল্লীমঙ্গল স্কুল মাঠ
৪নং ওয়ার্ডে সুলতানপুর স্কুল মাঠ
৫নং ওয়ার্ডে কারিমা স্কুল মাঠ
৬নং ওয়ার্ডে কুখ্রালি বল ফিল্ড
৭নং ওয়ার্ডে আইনউদ্দিন মহিলা মাদ্রাসা মাঠ
৮নং ওয়ার্ডে পলাশপোল স্কুল মাঠ
৯নং ওয়ার্ডে রসুলপুর ফুটবল মাঠ

 

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ইফতার বাজার

ক্রম ভ্রাম্যমাণ ইফতার বাজারের স্থান  
1. সংগ্রাম হাসপাতাল চত্বর মাহে রমজান উপলক্ষে ১৬ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালমান রয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
2. এসপি গোল্ডেন লাইন চত্বর
3. সঙ্গীতা মোড়
4. ওয়াপদা মোড়
5. সুলতানপুর বাজার
6. নবারুন স্কুল মোড়
7. মোবাইল প্লাস মোড়
8. কাটিয়া বাজার
9. গ্রামীন ফোন শো রুম চত্বর
10. কামালনগর বউ বাজার
11. মুক্তিযোদ্ধা মার্কেট চত্বর
12. পুরাতন সাতক্ষীরা
13. আলি মার্কেট চত্বর
14. পাকাপুল মোড়
15. বাইপাস মোড়

 

 

 

 

জেলার সামগ্রিক প্রচারণা ও ভ্রাম্যমান বাজারের চিত্র

নাম লিফলেট বিতরণ

(সংখ্যা)

প্রতিদিন প্রচারণা

(মাইকের সংখ্যা)

প্রতিদিন জীবাণুনাশকস্প্রে

(সংখ্যা)

বাজার স্থানান্তর

(সংখ্যা)

ভ্রাম্যমান বাজার (সংখ্যা) ভ্রাম্যমান ইফতার বাজার

(সংখ্যা)

সাতক্ষীরা সদর ৮৫০০০ ৩১ টি ১২৬টি ২২টি ৪৫ টি
তালা ১৫০০০০ ৩০টি ৩৬টি ১৭টি
কলারোয়া ১০০০০ ৩৬টি ১৪টি ২৭টি ১৪টি
কালিগঞ্জ ৫৬০০০ ১২টি ১৩টি ৭ টি ১০৫টি ৬টি
আশাশুনি ২৫৪০০ ৫৮টি ৭৭টি ২8টি ২৮টি
শ্যামনগর ১০০০০ ১০৮ টি ২৬টি ৫৬টি ১৫টি
দেবহাটা ১৬১৭০ ৫৫টি ২৩টি ৭টি ১০টি ২টি
জেলা প্রশাসন ১০০০০ 2টি ৫টি ৪টি ১৬টি
সাতক্ষীরা পৌরসভা ৩৫০০০ 2টি ২৭টি ৩টি
মোট ৩৯৭৫৭০ ৩০৪ টি ৩১৫ টি ১৬০ টি ২৭৯ টি ৩৯ টি

মোবাইল কোর্টের তথ্য

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার ও র‍্যাব সদস্যগণ সহায়তা করছেন। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন অভিযানে সর্বশেষ তথ্যমতে  14 মামলায় 4 জন ও ১0 প্রতিষ্ঠানকে ১73০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এর মধ্যে আশাশুনি উপজেলায় 2 টি মামলায় 500 টাকা, দেবহাটা উপজেলায় 0 টি মামলায় 0 টাকা, কালিগঞ্জ উপজেলায় 0 মামলায় ০ টাকা, শ্যামনগর উপজেলায় 1 টি মামলায় 2০০ টাকা, কলারোয়া উপজেলায় 4 মামলার 36০০ টাকা, তালা উপজেলায় 5 টি মামলায় 2000 টাকা, সাতক্ষীরা সদর উপজেলায় 0 টি মামলায় 00 টাকা,  এবং জেলা প্রশাসনের 2 মামলায় 110০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে ২323 টি মামলায় ২164 জন ব্যাক্তি ও ১81 টি প্রতিষ্ঠানকে ২5,06,5৩৭ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলারনাম মামলার সংখ্যা জরিমানা (টাকা)
আশাশুনি 2 500
দেবহাটা 0 0
কালিগঞ্জ 0 0
শ্যামনগর 1 200
কলারোয়া 4 3600
তালা 5 2000
সদর 0 0
জেলাপ্রশাসন 2 11000
মোট 14 17300
করোনা প্রতিরোধে ২323 টি মামলায় ২164 জন ব্যাক্তি ও ১81 টি প্রতিষ্ঠানকে ২5,06,5৩৭ টাকা জরিমানা করা হয়েছে।

রমজান চিত্র

মাহে রমজান উপলক্ষে ১৬ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিবিড় বাজার মনিটরিংয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে।
মোবাইল কোর্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতাযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। ৯ টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সর্বদা দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছেন।

 

সাতক্ষীরা জেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীর তথ্য

সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধাভোগী
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ২,৩১০ জন
বয়স্ক ভাতা ৬৮,৭২৬ জন
বিধবা ভাতা ৩১,৬৬৪ জন
প্রতিবন্ধি ভাতা ২৭,৫৭৪ জন
অনগ্রসর ভাতা ৭৭২ জন
হিজরা ভাতা ৩৪ জন
ওএমএস ৬,০০০ পরিবার
খাদ্য বান্ধব কর্মসূচি ১,২৮,৮৩১ পরিবার
ভিজিডি কর্মসূচির সুবিধাভোগী পরিবার ২০,৯১১ পরিবার
ত্রাণ জিআর কর্মসূচির সুবিধাভোগী পরিবার ৮৭,৫০০ পরিবার
মোট ১১,০৪,০৪৮ জন (১ পরিবার = ৪ জন ধরে)

 

টিসিবি কার্যক্রম

নাম ডিলার সংখ্যা বিতরণকৃত মালামাল পরিচালক
কালিগঞ্জ ২ জন তেল ২০,০০০ লি, ডাল ৩০০০ কেজি, ছোলা ১৪০০০ কেজি, চিনি ২০০০০ কেজি, খেজুর ৩০০ কেজি আশা এন্টারপ্রাইজ

ভাই ভাই এন্টার প্রাইজ

কলারোয়া ০৩ জন চিনি 1২০০০ কেজি, তেল ১৬০০০ লিটার, ডাল 2৫০০ কেজি, ছোলা ৮,৫০০ কেজি, খেজুর ২4০ কেজি শহীদ বীজ ভাণ্ডার

জাহিদ ট্রেডার্স

স্বপ্নিল স্টোর

সাতক্ষীরা সদর ০২ জন সয়াবিন তেল-৫০০০ লি:, চিনি- ৩,৬০০ কেজি, মসুর ডাল- ১,২০০ কেজি, ছোলা-৩,০০০ কেজি, খেজুর-১৮০ কেজি মেসার্স হাজী ট্রেডার্স

মেসার্স আয়ুব এন্টারপ্রাইজ

শ্যামনগর ১জন সোয়াবিন ১7৫০০ লিটার, চিনি 128০০ কেজি, ছোলা 7৫০০ কেজি, মশুর ডাল : 26০০ কেজি, খেজুর : ৩৩০ কেজি  
তালা মোট ৫ জন

চলমান ২ জন

চিনি ১৪,০০০ কেজি, ডাল ২৮০০ কেজি, সয়াবিন তেল ১৪,০০০ কেজি, ছোলা- ৭০০০, খেজুর -১২০ কেজি ১। মেসার্স কল্লোল এন্টারপ্রাইজ।

২। মেসার্স শেখ ট্রেডার্স

দেবহাটা চিনি ৩০৯০০ কেজি, ডাল ৫৭০০ কেজি, সয়াবিন তেল ৪৪,0০০ কেজি, ছোলা- ১১১০০ কেজি, খেজুর ২7০ কেজি বৈশাখী এন্টারপ্রাইজ
আশাশুনি ২ জন ডিলার নিয়োগের প্রস্তাব প্রেরণ করা হয়েছে

কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণঃ সর্বমোট ৯১৯১০

নাম বাস পরিবহন শ্রমিক স্থল বন্দর শ্রমিক ইজি বাইক চালক ভ্যান চালক মাহিন্দ্র চালক দিনমজুর কৃষি শ্রমিক
কালিগঞ্জ ১৫৫০ ২৫০ ২০০০ ৩০০ ৬২২০ ১৬০০
কলারোয়া ৬২৫ ৮৬ ৯৮ ৭০ ১২০ ২০৩
শ্যামনগর ৪৫০ ৪০০ ২০০০ ২৫০
সাতক্ষীরা সদর ৩৮০ ২,২০০ ৩৫০ ২,৭০০ ১৭০
সাতক্ষীরা পৌরসভা ২৩৫ ৩৭7 ২২১ ৪৩২৯ ৮৫৭
কলারোয়া পৌরসভা ৭১৫ ৪০ ২২৪ ৫২
তালা ১০৬০ ৪৯০ ৬৭০ ৪৪৫ ৪৫০ ২০০
আশাশুনি ১৫২ ৩৮৫ ১৭৩৫ ২৪৭ ৩১৩৭ ৪৬৯
দেবহাটা 699 343 658 144 ৯৯৫ ৯৮৬
মোট ৫৮৬৬ ২২০০ ২৭২১ ১০৩০৬ ১৬৭৮ ১৫২৫১ ৪৩১৫

 

নাম নরসুন্দর হরিজন পরিচ্ছন্ন কর্মী হিজড়া বেদে মুন্ডা প্রতিবন্ধী চা দোকানি মধ্যবিত্ত জেলে ঋষি সম্প্রদায়
কালিগঞ্জ ১৫০ ১২০ ২৫০ ১০ ৩০০ ৫০০ ১৩০০ ৬০০ ১৫০
কলারোয়া ৮০ ২০ ২7 ১৩ ১৫ ১০০ ১৪১ ২৬৯ ১৯ ২৪
শ্যামনগর ২৫০ ২০০ ২০০ ২০ ২০ ২০০ ২০০ ১০০০ ২০০০ ৫০০ ১০০
সাতক্ষীরা সদর ১৩০ ৩২০ ৪৫ ১৩ ২৮০ ৪,৫৮৭ ৭৮০ ৩,১০০ ১,৭৫০
সাতক্ষীরা পৌরসভা ৮২ ১৯ ৯৫ ৮7 ৯৭ ১৫০৩ ২৯
কলারোয়া পৌরসভা ২২ ৩০ ১৫০ ২১ ১২ ২৩০ ৭২ ৯৬১ ১০৩ ২০
তালা ৩৫ ৫৮০ ৩২৫ ৮০ ২৯০ ৪৭৪ ৪১০ ৪৬০ ৯০৫৫ ৪২০ ৫৭০
আশাশুনি ৪৪৬ ১০ ৫০ ১৫ ১২ ৫২৫ ১২৩৩ ৬৪০ ৫৬২ ৪২০
দেবহাটা 76 619 72 19 107 199 7699 653 194
মোট ১২৭১ ১৯১৮ ১২১৪ ১৭৯ ৬২৯ ৬৯৩ ৬৫৪৬ ৪৪৮২ ২৬৫২৭ ৪৬০৭ ১৫০৭

এনজিও কার্যক্রমঃ

প্রতিষ্ঠান কার্যক্রম কর্ম এলাকা
উত্তরণ ৩০০ স্বেচ্ছা সেবক ফিল্ড পর্যায়ে সচেতনতা মুলক কাজ করছে। হাসপাতাল গুলোতে   ওয়াশ ব্লক -০১টি, পিপিই-২৭৩ টি, সাবান-১২৪১৯১ টি, হ্যান্ড ওয়াশ-১৯০৯৯, সান গ্লাস, টিস্যু, নেবুলাইজার-২০ টি, এসপ্রে মেশিন সহ হাইজিন কিট বিতরণ করছে। সাতক্ষীরা জেলায় ৩৮ টি অক্সিজেন সিলেন্ডার প্রদান করেছে। ৭ টি উপজেলা
ব্র্র্যাক ৪৩৬৫ পরিবারকে ১৫০০ টাকা করে প্রদান , ২৫৫৯   যক্ষা রোগী পরিবারকে সচেতন করা। ৭৯ জন প্রতিবন্ধিকে ১৫০০   টাকা ত্রান সহায়তা এবং লিফলেট   বিতরণ। ৭ টি উপজেলা
সুশীলন সাতক্ষীরা জেলায় ৮৯০ জন ভলেন্টিয়ার দিয়ে সচেতন কার্যক্রম চলমান, ৭৬৬৯ টি পরিবারকে নগদ অর্থ বিকাশের মাধ্যমে প্রদান এর পরিকল্পনা করছে। সমগ্র জেলায় ৭০২ জন ভলেন্টিয়ার নিয়োগে কাজ করছে। ৭ টি উপজেলা
নওয়াবেকি গণমুখি ফাউন্ডেশন লিফলেট, ব্যানার ও ফেস্টুন বিতরণ, ত্রান সামগ্রী বিতরণ-৪,৭৬,৬৭৩ টাকা; নগদ অর্থ বিতরণ-৪,৯০,০০০ টাকা ৭ টি উপজেলা
ব্রেকিং দ্যা সাইলেন্স লিফলেট,পোস্টার ও গণসচেতনতার কাজ করছে সাতক্ষীরা সদর

 

Check Also

সাতক্ষীরায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারায় সংবাদ সম্মেলন

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: সাতক্ষীরার নলতায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদ করতে ধর্মীয় অনুভূতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।