সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাতক্ষীরায় বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সামনে ও শহিদ মিনার চত্বরে পাল্টাপাল্টি এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি, বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান ও সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারদলীয় অন্যান্য সদস্য ও কর্মকর্তা কর্তৃক সুপ্রিম কোর্টের রায় অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি পন্থী বাংলাদেশ জাতিয়তাবাদী আইনজীবি ফোরাম। অপরদিকে, ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী পন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ।
বাংলাদেশ জাতিয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এড. আবুল হোসেনের সভাপতিত্বে বিএনপি পন্থী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলী। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. মো শহিদুল্লাহ, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড. নুরুল হক, এড. আকবর আলী, এড. অসিম কুমার প্রমুখ।
বক্তারা এ সময়, ষোড়শ সংশোধনী বাতিলের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি, বর্তমান আইন কমিশনের চেয়ারম্যান ও সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ সরকারদলীয় অন্যান্য সদস্য ও কর্মকর্তা কর্তৃক সুপ্রিম কোর্টের রায় অবমাননার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানান।
অন্যদিকে, আওয়ামী আইনজীবি পরিষদে সভাপতি এড. হায়দার আলীর সভাপতিত্বে আওয়ামী পন্থী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গণি, এড.আজহারুল ইসলাম, এড. আলী হোসেন, এড. তহিদুর রহমান শাহিন, এড. হাবিব ফেরদৌস শিমুল, তামিম আহমেদ সোহাগ প্রমুখ। বক্তারা এ সময়, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্নাঙ্গ রায়ে অসাংবিধানিক বলে মন্তব্য করেন।
Check Also
শ্যামনগরে চার মাস পর কবর থেকে গৃহবধুর লা*শ উত্তোলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দাফনের চার মাস পর কবর থেকে রাবেয়া সুলতানা মায়া (২৩) নামের এ …