হিরো আলমকে মারধর: নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার আশা করে যুক্তরাষ্ট্র

সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যে কোনো সংঘর্ষের ঘটনার সুষ্ঠু, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিত করবে।

হিরো আলমকে নৌকার ব্যাজধারীদের মারধর প্রসঙ্গে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষের স্থান নেই।’

বাংলাদেশের নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৪ মে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে। তার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন সরকার।

Check Also

আব্দুর রহমান কলেজের বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল চেয়ে আবেদন

সূত্র ঃ তারিখ ঃ ২০-১০-২০২৪ ইংবরাবরজেলা প্রশাসকসাতক্ষীরা। বিষয় ঃ বিধিবহির্ভূত এডহক কমিটি বাতিল প্রসঙ্গে। জনাব,যথা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।