নিজ দলের কোচকে একহাত নিলেন প্রীতি জিনতা

Prityঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : দলের বিশ্রী পারফরম্যান্সের জন্য কোচ সঞ্জয় বাঙ্গারকে একহাত নিলেন কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক রানে হারের জন্য কোচের ভুল নীতিকেই সরাসরি দায়ী করেন প্রীতি৷ অক্ষর প্যাটেলকে কেন ফারহান বেহারদিয়েনের আগে ব্যাট করতে পাঠানো হয়নি? কোচের কাছে তার জবাবদিহি চেয়েছেন কিংস মালিকিন৷ এমনকি বাঙ্গারকে বরখাস্তের হুমকি দেন প্রীতি৷
১০ ম্যাচে সাতটি হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছে প্রীতির দল৷ গত সোমবার মোহালিতে রয়্যাল চ্যালেঞ্জার্সের কাছে ১ রানে হারের পরই আইপিএল নাইনে প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে যায় কিংসদের৷ ১০ ম্যাচের পর পয়েন্ট তালিকায় ‘লাস্ট বয়’  প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব৷ গত আইপিএলে কো-অর্নার তথা প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন প্রীতি৷ এবার কোচের সঙ্গে বিতর্কে জড়ালেন কিংস মালকিন৷

এবিএন/শুক্র

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।