ভুল স্বীকার : ফুটবলার মামুনুল-সোহেলকে ক্ষমা করেছে বাফুফে

Footballerঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : লিখিতভাবে ভুল স্বীকার করায় মামুনুল ইসলাম এবং সোহেল রানাকে ক্ষমা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘জাতীয় দলের প্রয়োজনীয়তা ও তাদের আবেদনের প্রেক্ষিতে মামুনুল ইসলাম ও সোহেল রানার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’
তবে ইয়াছিন ও জাহিদ হোসেনের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া মামুনুল, সোহেল রানা, ইয়াছিন ও জাহিদ হোসেন যদি বিনা শর্তে বাফুফের কাছে ক্ষমা চান তাহলে তাদের জাতীয় দলে ফেরানো হতে পারে বলে গত ৭ মে জানিয়েছিলেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
এর পরদিনই বাফুফের কাছে ক্ষমা চান তারা। এরই প্রেক্ষিতে দুজনকে ক্ষমা করেছে বাফুফে। ফলে জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত।
প্রসঙ্গত, গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অপর ২ ফুটবলার ইয়াসিন খান ও সোহেল রানাকে নিষিদ্ধ করা হয়েছিল ৬ মাসের জন্য। এছাড়া তদন্তের আওতায় থাকা বাকি ৩ ফুটবলার গোলরক্ষক শহিদুল আলম সোহেল, আতিকুর রহমান মিশু ও ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্নাকে করা হয়েছিল সতর্ক।

এবিএন/শুক্র/খেলাধুলা/ডেস্ক/মাম

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।