সংসদে পাস হওয়া ১৪ বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি

Presidentঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড :  দশম জাতীয় সংসদের সদ্য সমাপ্ত দশম অধিবেশনে পাস হওয়া ১৪টি বিলে আজ বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এ ১৪টি বিল গৃহীত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। যে ১৪টি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, সেগুলো হচ্ছে- আর্মি (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, ক্যাডেট কলেজ (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, এয়ারফোর্স (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, সিভিল কোর্টস (এমেন্ডমেন্ট) বিল-২০১৬, কোর্ট ফিস (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল- ২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল- ২০১৬, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল- ২০১৬, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল- ২০১৬, দ্যা প্রেসিডেন্ট’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬,দ্যা প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, স্পিকার’স এবং ডেপুটি স্পিকার’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬, দ্যা মিনিস্টার’স, মিনিস্টার অব স্টেট এবং ডেপুটি মিনিস্টার’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশনস এন্ড এলাউন্সেস) (এমেন্ডমেন্ট) বিল- ২০১৬।

এবিএন/বৃহস্পতি/জাতীয়/ডেস্ক/মাম

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।