ঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : দীর্ঘদিন ধরে জল ঘোলা হচ্ছে। তবে বিয়ে আর যেন কিছুতেই করছেন না বলিউড তারকা সালমান খান। সম্প্রতি যে জল্পনা রটেছে তাতে অবশ্য এমন আভাস মিলছে শিগগিরই শুভ কাজটা সেরে ফেলতে যাচ্ছেন তিনি।
এখনও কি সালমান খান বলবেন তিনি ‘সিঙ্গল’। মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া কয়েকটি ছবি অবশ্য সালমানের দাবির পক্ষে যাচ্ছে না।
রোমানিয়ার অভিনেত্রী-মডেল লুলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে সালমানের মা সালমা খানের সঙ্গে দেখা গেছে লুলিয়াকে। সালমার হাত ধরে এগিয়ে যাচ্ছেন তিনি। সেই ছবি অনলাইনে ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি।
আর তার পর থেকেই সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ে। যদিও এই ছবি নিয়ে সালমান অথবা লুলিয়া কেউই মুখ খোলেননি। তাহলে আনুষ্ঠানিক ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা? সত্যিই কি লুলিয়ার সঙ্গে সালমানের চারহাত এক হতে চলেছে? অপেক্ষায় সালমান-ফ্যানরা।
এবিএন/শুক্র/বিনোদন/ডেস্ক/এমআর