অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্ট খেলবে ভারত

Aus-NZঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ডে-নাইট টেস্ট খেলবে ভারত৷ এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে বিসিসিআই কর্তাদের৷ ভারতের মাটিতেও এবার দিবা-রাত্রির টেস্ট৷ গত নভেম্বরে অ্যাডিলেডর ওভালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়৷ এবার উপমহাদেশেও বসতে চলেছে দিবা-রাত্রির টেস্ট৷ চলতি বছর ভারত ও পাকিস্তান দুই দেশই ডে-নাইট টেস্ট খেলবে৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ একজিকিউটিভ জেমস সাদারল্যান্ড জানান, ‘গত মাসেই বিসিসিআই কিউইদের বিরুদ্ধেদিবা-রাত্রির টেস্ট খেলার কথা ঘোষণা করে৷ আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ভারত৷ এটা ভীষণ ইতিবাচক দিক যে, ভারত ও বিশ্বের অন্য প্রান্তেও দিবা-রাত্রির টেস্ট শুরু হতে চলেছে৷’ আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া৷ সে সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত একটি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় ভারত৷

এবিএন/শুক্র/খেলা/মাম

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।