ঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : মরিনহো দলহীন অনেক দিন হলো। চেলসি থেকে চাকরি চলে যাওয়ার পর নতুন কোনো দলের দায়িত্ব নেননি। শোনা যাচ্ছে নতুন মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হবেন। তবে কী হারিয়ে যাওয়া রোনালদিনহো ওই দলের হয়ে খেলবেন? ব্রাজিল কিংবদন্তির সামনে অবশ্য তেমন কোনো সুযোগ আসছে না। ফিফার একটি চ্যারিটি ম্যাচে মরিনহোর অধীনে খেলতে নামবেন।
রোনালদিনহো বড় ক্লাবের বাইরে আছেন, বেশ কয়েক বছর ধরে। এখন আর চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা খেলার সুযোগ পান না। ক্যারিয়ারের সোনালি দিনে মরিনহোর বিপক্ষেই খেলেছেন। সম্প্রতি ফিফার অনুষ্ঠানে দেখা হয় দুজনের। আলিঙ্গন করেছেন। গল্প করেছেন। একবারের জন্যও মনে হয়নি কোনো এক সময় দুজনে প্রবল প্রতিপক্ষ ছিলেন।
ম্যাক্সিকোতে ফিফা লিজেন্ড দল বনাম ম্যক্সিকো অলস্টারসের মধ্যে একটি ম্যাচ হবে। ফিফা লিজেন্ডের কোচ হয়েছেন মরিনহো। তার দলে খেলবেন রোনালদিনহো, ফিগোর মতো সাবেক তারকারা।
ফিফার নতুন সভাপতি গিয়ান্নি ইনফানন্তিনোর সমর্থক ছিলেন মরিনহো। নির্বাচনের সময় ইনফান্তিনোর হয়ে প্রচারও চালান তিনি। ইনফানন্তিনো ক্ষমতায় এসে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো চ্যারিটি ম্যাচের মাধ্যমে ফিফার কার্যক্রম এগিয়ে নেয়া। সাবেক ২০০ তারকাকে নিয়ে বিশ্বব্যাপী ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফার কোচ হিসেবে থাকবেন মরিনহো।
এবিএন/শুক্র/খেলাধুলা/ডেস্ক/লাম