নওয়াজকে নিয়ে মজা করে চরম বিপাকে পুনম

Ponamঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : বিতর্কিত মন্তব্যের জন্যই তিনি সাধারণত শিরোনামে থাকেন। কিন্তু এ বার নওয়াজউদ্দিন সিদ্দিকিকে অপমান করে শিরোনামে এলেন। তিনি পুনম পাণ্ডে। সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন পুনম। সেখানে দেখা যায়, পুনমের মাথায় এক ব্যক্তি ছাতা ধরে রয়েছেন। নাম না করেই, পুনম প্রশ্ন ছুড়ে দেন ভক্তদের উদ্দেশে। তিনি জানতে চান, আমার মাথায় ছাতা ধরে থাকা ব্যক্তিটিকে দেখে আপনাদের কারও কথা মনে হচ্ছে? আসলে ওই ব্যক্তিকে অনেকটাই নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো দেখতে।
এরপরই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় পুনমকে। পাল্টা তাকে টুইট করে অনেকে বলেন, ‘আপনি যার কথা বলছেন, সে আপনার থেকে বহুগুণ বেশি প্রতিভাবান। আর যা উপার্জন করেছেন সেটাও তার প্রতিভার বিনিময়ে, আপনার মতো স্ট্রিপ করে নয়।
কেউ কেউ বলেন, নওয়াজের জনপ্রিয়তার নিয়ে আপনার কোনো আন্দাজ নেই। ডুপ্লিকেটের সঙ্গে দেখা হয়ে অন্তত তার একটা নমুনা পেলেন।

এবিএন/শুক্র/গসিপ/ডেস্ক/এমআর

Check Also

লোপাট হয়েছে শিক্ষকদের পেনশনের ৭-৮ হাজার কোটি টাকা : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।