নয়া দিল্লি, ১৬ মে : বিশ্বকে চমকে দেয়ার পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগে (আইপিএল) সানরাইজ হায়দ্রাবাদের হয়ে নিজের জাত চেনাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফলে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে তার। ভোট দিয়ে মুস্তাফিজকে সেরা বানানোর সুযোগ রয়েছে ভক্তদের। আইপিএলে অফিসিয়াল পেজে যাবার পর polls -এ গিয়ে Emerging Player of the Season-এ মুস্তাফিজকে ভোট করতে পারবেন ক্রিকেট ভক্তরা।
আইপিএলের অফিসিয়াল পেইজটি হলো- http://www.iplt20.com/polls| এরপর Emerging Player of the Season- এ গিয়ে মুস্তাফিজের প্রোফাইলে -এ vote now তে ক্লিক করতে হবে। তবেই মুস্তাফিজকে ভোট দেয়া হয়ে যাবে। উদীয়মানের তালিকায় মুস্তাফিজ ছাড়াও আরও আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কেন রিচার্ডসন, রাইজিং পুনে সুপারজায়ান্টের মুরুগান অশ্বিন ও গুজরাট লায়ন্সের শিভিল কৌশিক।
আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত প্রতিন্দ্বন্দি চারজনের চেয়ে অনেক ব্যবধানেই এগিয়ে রয়েছেন মুস্তাফিজ। ৯৫.৮ শতাংশ ভোট নিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ। যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন কৌশিক ও বুমরাহ। তাদের ভোট ১.৭ শতাংশ। রিচার্ডসন ও অশ্বিনের ভোট যথাক্রমে ০.৪ ও ০.৩ শতাংশ।
Check Also
ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …