এবার অরল্যান্ডোর প্রেমে মজেছেন কেটি পেরি

Katy-Perry-Orlando-Bloomঢাকা, ২৩ মে, এবিএন ওয়ার্ল্ড :  এবার অভিনেতা অরল্যান্ডো ব্লুমের প্রেমে মজেছেন পপ তারকা কেটি পেরি। অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত নিজেরা মুখে কুলুপ এঁটে রাখলেও বাতাসে ছিল এ ধরণের জোর গুঞ্জন। সবার মুখে মুখেই রটে গেছে যে, কেটি পেরি এবং অরল্যান্ডো চুটিয়ে প্রেম করছেন। এবার ইন্সটাগ্রামে নিজেদের একটি ছবি প্রকাশ করে খবরটির নিশ্চয়তা দিলেন কেটি পেরি নিজেই। গত বছর থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন সঙ্গীত তারকা কেটি পেরি এবং হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। অবশেষে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল থেকে কেটি পেরি শেয়ার করেছেন তার এবং অরল্যান্ডো ব্লুমের একটি ছবি।
এদিকে অপর এক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বেশ অনেকটা সময় ধরেই নিজেদের সান্নিধ্য উপভোগ করছেন এ দুই তারকা। সপ্তাহের শুরুতে পেরি-ব্লুমকে ঘণিষ্ঠভাবে দেখা গিয়েছে নৌকা ভ্রমণে। অবশ্য কেটি পেরি কিংবা অরল্যান্ডো ব্লুম- কারোরই এটা প্রথম সম্পর্ক নয়। এর আগে গত ২০১০ সালে ভারতীয় রীতিতে অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন পেরি। কিন্তু নানা জটিলতায় সে বিয়ে ১৪ মাসের বেশি টেকেনি। পক্ষান্তরে ৩৯ বছর বয়সী ব্লুম বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা কারকে। ৩ বছর পর ভেঙে যায় তাদের সম্পর্কও।
ইউএস ম্যাগাজিন বলছে, কান চলচ্চিত্র উৎসবের এমফার গালাতে তারা সিদ্ধান্ত নেন নিজেদের সম্পর্কের ব্যাপার ভক্তমহলকে জানানোর। তবে জাঁকজমকপূর্ণ কানের কোন লাল গালিচায় নয়, তাদের দুজনকে একসাথে দেখা গেছে একটি ৫ তারকা হোটেলের সিঁড়িতে। পাশাপাশি শায়িত অবস্থায় তোলা এ ছবিটিতে পেরি ক্যাপশন লেখেন, উই ক্যান। কান উৎসবে দুজন একসঙ্গে যোগ দিয়েছেন বলেই পেরি নিজেদের সম্পর্ক প্রকাশ করলেন এরকম অভিব্যক্তিতে।

এবিএন/সোম/বিনোদন/আন্তর্জাতিক/ডেস্ক/মাম

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।