বিমান দুর্ঘটনা : অল্পের জন্য বাঁচলেন কেকেআর’র ক্রিকেটাররা

KKR-Officialsঢাকা, ২৫ মে : খারাপ আবহাওয়ার কারণে অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন সাকিব আল হাসানরা সহ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্রিকেটাররা। আইপিএলের প্লে-অফ খেলতে দিল্লি যাওয়ার সময়ই বিপদের কবলে পড়েন সাকিবরা। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনার মুখে পড়েছিলো কলকাতা নাইট রাইডার্সের বিমান। তবে জয়পুরে জরুরি অবতরণ করার কারণে বিপদের হাত থেকে উদ্ধার পান কেকেআর ক্রিকেটাররা। আজ বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় আইপিএলের প্লে-অফে সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ওই ম্যাচে খেলার জন্যই দিল্লির উদ্দেশ্যে বিমানে চড়ে বসে গৌতম গম্ভীররা। কিন্তু সেটাই পড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে। পরিস্থিতি বেগতিক দেখে জয়পুরে নাইটদের বিমান জরুরি অবতরণ করে।
আজকের ম্যাচের জন্য কেকেআরের ক্রিকেটাররা ৩ ভাগে ভাগ হয়ে দিল্লি রওনা দিয়েছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে সোমবার দিল্লি পৌঁছতে পারেনি নাইটদের একটি বিমান। জয়পুরে জরুরি অবতরণ করতে হয় ওই বিমানটিকে। যেটিতে ছিলেন অধিনায়ক গম্ভীরসহ আরও কয়েকজন ক্রিকেটার। জয়পুরে রাত কাটানোর পর মঙ্গলবার সকালে গম্ভীররা দিল্লি পৌঁছান।

এবিএন/বুধ/খেলাধুলা/আন্তর্জাতিক/ডেস্ক/এমআর

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।