ক্রাইমবার্তা রিপোট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার দিন অর্থাৎ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন উদযাপন করায় তার বিরুদ্ধে এক নালিশি মামলায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত ৩০ অাগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওইদিনই বিএনপি চেয়ারপারসনকে ১৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে খালেদা জিয়া সেদিন আদালতে হাজির হননি। এ ঘটনায় আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
সেই আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা তামিল করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন।
নালিশি মামলার আরজিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়।