সাতক্ষীরায় কৃষকের লাশ উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরার রেউই গ্রামের তরিকুল ইসলাম নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী পাঁচরকি গ্রামের বড়বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবিনা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে ছেড়ে দেয়। কোন কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারিনি।11
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। তিনি জানান, লাশটির পাশেই পড়ে ছিল জ্যাকেট ও একটি মোবাইল ফোন। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ভাই সফিকুল ইসলাম জানান, তরিকুলের সঙ্গে পাঁচরকি গ্রামের স্বামী পরিত্যক্তা সাবিনার প্রেম ছিল। তিনি তাঁর বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করতেন। বুধবার সন্ধ্যায় তরিকুল তাঁর স্ত্রীকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে যান। রাতভর তাঁর কোনো খোঁজ মেলেনি। সকালে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত তরিকুলের স্ত্রী আসমা বেগম জানান,বুধবার রাত সাড়ে ১০টার দিকে তরিকুল বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। ভোরে পাঁচরকি বাগানে স্বামীর লাশ পড়ে থাকার খবর পান।
স্থানীয় বাঁশদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাষ্য, ওই বাগানে বিবস্ত্র অবস্থায় তরিকুলের লাশ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।
তরিকুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাবিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।

Check Also

প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।