দেবহাটায় অবৈধ্য গরুর বিটের ট্রাকে নবনির্মিত যাত্রিসেবা ঘরটি ভেঙ্গে দিয়েছে

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় অবৈধ্য স্থাপনা গরুর বিটের বহনকৃত ট্রাকের ধাক্কায় নবনির্মিত কংক্রিটের যাত্রিসেবা ঘরটি গাড়ির আঘাতে ভেঙ্গে নষ্ট করে দিয়েছে। উপজেলার সদর ইউনেয়নে পাঁচপোতা কমিউনিটি ক্লিনিকের সম্মূখে রুগি ও পথচারিদের বসার জন্য নির্মিত যাত্রিছাউনি নির্মান করা হচ্ছে। চলতি বছরের নভেম্বর মাসে কাজ সম্পন্ন হলেও সেটি পুরোপুরি নষ্ট হয়েগেছে ব্যবহারের আগেই। এলাকাবাসি জানান, শুক্রবার দিবাগত রাতে গরু নিতে আসা ট্রাক পার্কিং করার সময় যাত্রিসেবার ঘরটিতে সোজরে কয়েটি ধাক্কা দিলে যাত্রিসেবা ঘরটির মুল পিলার আঘাত প্রাপ্ত হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরে শুক্রবার সকালে স্থানীয়রা ইউপি সদস্য, চেয়ারম্যানসহ উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে  অবৈধ্য বিট বন্ধের দাবি করেছেন। 27

দেবহাটায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ঔষধ আটক

সাতক্ষীরা প্রতিনিধি: দেবহাটায় শুত্রবার দিবাগত রাতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শাখরা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার শেখ আতিয়ার রহমানের নেতৃত্বে উপজেলার বালিয়াডাংগা এলাকা থেকে বিপুল পরিমান ঔষধ আটক করেছে। বিজিবির বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার ঔষধ (নেশাজাতীয় ট্যাবলেট ১,২২,৩২০/-; ব্যথানাশক ফোরডাম ক্রীম ১৯,২৬০/-; অমনিজেল ক্রীম ৭,৭৪০/-, সিপরোহ্যাপটাডিন ট্যাবলেট ২৭,৫১০/- এবং অন্যান্য ঔষধ ১০,৫২০/-) আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ঔষধের সর্বমোট মূল্য-১,৮৭,৩৫০/-(এক লক্ষ সাতাশি হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।