মাশরাফিদের ঘুরে দাড়ানোর ম্যাচ

বিপিএলের দ্বিতীয় পর্বে আজ মাঠে নামবে মাশরাফি মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি দলটি। চট্টগ্রামে ঘুরে দাড়ানোর আশা নিয়ে সৌম্য সরকারের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফিরা।

সন্ধ্যা সোয়া ৭টায় ম্যাচটি শুরু হবে।1

কুমিল্লায় ভালো খেলার মতো বেশ কয়েকজন খেলোয়াড় থাকলেও জ্বলে উঠতে পারছেন না তারা। গত আসরের সেরা খেলোয়াড় আসহার জাইদির ব্যাট-বল এবার কোনো কথা বলছে না। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড় মারলন স্যামুয়েলসও নামের প্রতি সুবিচার করতে পারছেন না।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা ইমরুল কায়েসও নিজেকে মেলে ধরতে পারছেন না। মাশরাফি জ্বলে ওঠার চেষ্টা করলেও তা কাজে আসছে না। তবে আশা ছাড়েননি মাশরাফি। ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। একটি ম্যাচ জিতে মোমেন্টাম বদলে দেয়ার আশায় কুমিল্লা অধিনায়ক।

এদিকে দুর্দান্ত ফর্মেই আছে তারকাখচিত রংপুর রাইডার্স। বৃহস্পতিবার বরিশাল বুলসকে হারিয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে নাঈম ইসলামের দল। চার ম্যাচের তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে বরিশালের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা ঢাকা ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। মাশরাফির কুমিল্লা সবার নিচে। চার ম্যাচ খেলে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।