ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী, সাবেক এমপি বেগম আশরাফুর নেছা মোশারফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সাবেক এমপি বেগম ফরিদা রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম জানান, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা খুব শীঘ্রই মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের উর্দ্ধতন সহ সভাপতি এড. ফরিদা আক্তার বানু।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …