কালীগঞ্জে নবান্নের পিঠা উৎসব

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা গাজীপুরের কালীগঞ্জে শনিবার নবান্নের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা অগ্রহায়ণ ১৪২৩ উপলক্ষে শিশুমেলা আইডিয়াল স্কুলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান।12

পিঠা উৎসবকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তারা হৃদয় হরণ, নবান্ন লতিকা, সজনে বাহার, ক্ষীর পুলি, মুগ পাকন, পাটি সাপ্টা, সমচা নারিকেল, পাতা, সিরিঞ্জ, তারা, সিম, দুধ পুলি, ঝিনুক, জামাই, ফুল, তেজপাতা, গোলাপ, সুজি, খাস্তা, রস গোলাপ, চিতল, ভাপা, নারিকেল পুলি, কিমা ময়দা ফুল, তাল, শামুক, খেজুর পাতা, মেরা, সেমাই, চমচম, সাগু পিঠাসহ শীতের নানা পিঠার পসরা সাজিয়ে বসেন। আর এই পিঠা উৎসবে ভীড় করেন উৎসুক হাজার-হাজার দর্শনার্থী নবান্নের। পিঠা উৎসবের ফাঁকে ফাঁকে উপজেলা যুব উন্নয়ন অফিসার ও লেখক, কবি, সাহিত্যিক শেখ মো. নওশের আলী হিরার সঞ্চালনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন বালীগাঁও মহিলা উন্নয়ন সমিতি, শিশুমেলা আইডিয়াল স্কুল, মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালীগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মূলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌড়া নয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেওয়ালেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু উদ্যোক্তা ও শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠাণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অফিসার মো. আরিফুর রহমান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, সমবায় অফিসার নাছিমা শাহিন, পল্লী উন্নয়ন অফিসার লুৎফুন নাহার লতা, প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
###

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।