ক্রাইমবার্তা রিপোট:শেখ কামরুল ইসলাম ॥ জেলা প্রশাসক কাপ ফুটবল টূর্নামেন্টের ১ম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশ বনাম আশাশুনি উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে সদর উপজেলা ১গোল দিয়ে আশাশুনি উপজেলা পরাজিত করে। এ খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, সদর উপজেলা এ্যাসিল্যান্ড মনিরা পারভীন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথীসহ প্রত্যেক উপজেলা থেকে আগত অতিথি ও দর্শক বৃন্দ খেলা উপভোগ করেন।জেলা প্রশাসক কাপ ফুটবল টূর্নামেন্টর উপস্থিত থেকে খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ। খেলার শেষ হওয়ার ৪ মিনিট আগে একমাত্র গোলটি করেন সদর উপজেলার ১৯ নং জার্সি পরিহিত খোলোয়াড় ইমদাদুল। খেলার রেফারী দায়িত্ব পালন করেন শেখ ইকবাল আলম বাবলু, সহকারি রেফারী ছিলেন রফিকুল ইসলাম খান, নাসির উদ্দিন, মোমিনুর রহমান। আজ কালিগঞ্জ উপজেলা দল বনাম সাতক্ষীরা পৌরসভা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আজ সাতক্ষীরা পৌর সভা বনাম কালিগঞ্জ উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …