ট্রাম্পের জয় থেকে ২ মেয়েকে যে শিক্ষা নিতে বললেন ওবামা

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ট্রাম্পের বিস্ময়কর নির্বাচনী বিজয়ের পর বিদায়ী রাষ্ট্রপতি ওবামার প্রধান কাজ হয়ে দাঁড়ায় দলের ও হিলারীর সমর্থকদের সান্ত¡না প্রদান এবং দ্রুত ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। পাশাপাশি নিজের ২ মেয়েকেও এই নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছেন ওবামা।28

নিউ ইয়র্কার পত্রিকার সাথে আলাপচারিতার সময় ওবামা জানান, নির্বাচনের পর মালিয়া ও সাশাকে তিনি বলেছেন, সমাজ নোংরামি আর জটিলতায় ভরা। আর সুনাগরিক ও একজন ভালো মানুষ হিসেবে তাদের দায়িত্ব মানুষের প্রতি সহমর্মী, শ্রদ্ধাশীল ও মনেযোগী হওয়া। তিনি মেয়েদের পিঠ চাপড়ে এও বলেছেন, ‘বাধা-বিপত্তি সামনে এলে পিছিয়ে না গিয়ে তাকে ঠেলে সামনে অগ্রসর হও।’ সম্পাদনা: পরাগ মাঝি

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।