তবে এবার এক পাখি আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের বদৌলতে। ডোনাল্ড ট্র্যাম্পের ব্যক্তিত্বকে বিশ্বের অনেকে অপছন্দ করলেও, পাখিটিকে নিয়ে মুগ্ধ পুরো ইন্টারনেট দুনিয়া। যে কারণে চীনের হংজৌ সাফারি পার্কের এই পাখিটি দেখতে দর্শনার্থীদের উপচে পরা ভিড়। কারণ পাখিটির চুলের স্টাইল অবিকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো! তাই রঙিন এই পাখিটিকে ‘ট্রাম্প বার্ড’ নামেও অভিহিত করছেন অনেকে।
পাখিটির কেয়ারটেকার বলেন, ‘রঙিন প্রজাতির এই পাখিগুলোর মধ্যে ছোট্ট এই পাখি অনেক বেশি রঙিন এবং সুস্থ।’ এই কথাটি ঠিক যেন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকের বক্তব্যের মতোই।
যাই হোক, পৃথিবী এখন দেখছে একটি পাখির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হেয়ার স্টাইলের অদ্ভুত মিল। এখন দেখার বিষয় হলো, ট্রাম্প বিষয়টি কীভাবে নেন। অনেকে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট হাউসে পাখিটিকে রাখার দাবি তুলেছেন।