শ্যামনগরে আকাশলীনা শুভ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল ঃ  শনিবার সকাল ১০টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আকাশলীনা ইকো টুরিজম সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে পশ্চিম সুন্দরবনের কোল ঘেষে নির্মানাধীন আকাশলীনা ইকো টুরিজম সেন্টারের শুভ উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার আলহাজ্জ আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ সুন্দরবন বেষ্টিত এ 22নয়ানাভিরাম পরিবেশে অবস্থিত এ ইকো টুরিজম সেন্টারটি দেশি বিদেশী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন, আসুন আমরা সবায় মিলে একটি সুন্দর দেশ গড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মুহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত জোলা প্রশাসক আলহাজ্জ সৈয়দ ফারুখ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবীর, সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আ‘লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, শ্যামনগর, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত
মোস্তফা কামাল ঃ ১৯৭১ সালে ১৯ নভেম্বর সাতক্ষীরা জেলার শ্যামনগর সর্ব প্রথম পাক হানাদার মুক্ত ঘোষনা করা হয়। সেখান থেকে ১৯ নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালন করা হয়। দিবসটি যথাযথ ভাবে পালন করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও 23মুক্তিযোদ্ধা সংসদ নানান কর্মসূচী গ্রহণ করেন। সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভ চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম। বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন সহ দলীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে
শ্যামনগর উপজেলার আ‘লীগের আবেদন পত্র আহবান

মোস্তফা কামাল ঃ বাংলাদেশ আওয়ামীলীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার আ‘লীগের সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে আবেদন পত্র আহবান করা হয়েছে। আ‘লীগের মনোনয়ন পত্র প্রত্যাশী প্রার্থীদের আগামী ২০ নভেম্বর বেলা ৫ টার মধ্যে উপজেলা আ‘লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবরে নির্বাচনী এলাকা, পদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি  সহ আবেদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্যামনগরে পিএসসি ও  ইবতেদায়ী ৬,৯১৫ জন পরীক্ষার্থী

মোস্তফা কামাল ঃ  শ্যামনগর উপজেলা থেকে ২০১৬ সালে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ৬,৯১৫ জন পরীক্ষার্থী। উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি)মোট ৬,০৭৩ জন ছাত্র/ছাত্রী পরীক্ষার্থী। ইবতেদায়ী পরীক্ষায় ৮৪২ জন পরীক্ষার্থী। ১৪টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার সকল প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন হয়েছে।

Check Also

ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক) আব্দুল্লাহ আল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।