ক্রাইমবার্তা রিপোট:মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আট যাত্রী। আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে কালকিনি উপজেলার ডাসারের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ যাত্রীদের সন্ধানে বরিশাল থেকে ডুবুরি দল গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছে। হাইওয়ে পুলিশের র্যাকার এসে বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস পান্তাপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার ডান পাশের একটি গভীর খাদের পানিতে পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথম দিকে স্থানীয়রা ২০ জনকে জীবিত উদ্ধার করেন। বাসটি পানির নিচে চলে যাওয়ায় আজ সকাল ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো বাসটির কয়েক যাত্রী নিখোঁজ রয়েছেন।