অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে ৩২ কোপে খুন!

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট: স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই পর পর ৩২ কোপ মেরে স্ত্রীকে খুন করলো স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার উলুবেড়িয়ার গড়চুমুকের একটি হোটেলে। এ ঘটনায় ঘাতক সেই স্বামীকে ধরে ফেলেন হোটেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। খবর- এবেলার।25

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার (১৮ নভেম্বর) গড়চুমুকের ওই হোটেলের একটি রুম ভাড়া নিয়েছিল অনিতা এবং গৌতম মাহাতো। গতকাল শনিবার দুপুর ৩টার সময় হোটেলের ঘরে জোরে চিৎকার শুনে ছুটে যান হোটেল কর্মীরা। সেখানে পৌঁছলে ঘরের ভিতর থেকে তাদের বলা হয়, স্বামী-স্ত্রীর ভেতরে পারিবারিক সমস্যা হয়েছে। তখন হোটেল কর্মীরা সেখান থেকে চলে আসেন। এর দশ মিনিটের মধ্যে হোটেল কর্মীরা দেখেন, গৌতম হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে। তার সারা শরীরে আঘাত রয়েছে। সন্দেহ হওয়ায় তখন হোটেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। ওই যুবক তখন দাবি করে, তার স্ত্রী তাকে খুন করার চেষ্টা করেছে।

এরপর হোটেলকর্মী এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন, হোটেলের ঘরের মধ্যেই অনিতার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ এসে যুবককে গ্রেপ্তার করে।

এদিনই ওই যুবককে আদালতে তোলা হয়। পুলিশ এবং সংবাদমাধ্যমের কাছে ওই যুবকের দাবি, তাকে খুন করার চক্রান্ত করে ওই হোটেলে নিয়ে গিয়েছিল অনিতা। ঘটনার দিন ছুরি নিয়ে অনিতা তাকে আঘাত করে। মাথা ঠিক রাখতে না পেরে সে পাল্টা স্ত্রীর ওপরে হামলা চালায় বলে দাবি করেছে গৌতম।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ছুরি দিয়ে প্রায় ৩২ বার অনিতাকে কোপায় গৌতম।

পুলিশ বলছে, স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো গৌতম। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। তার জেরেই স্ত্রীকে গৌতম খুন করেছে বলে পুলিশের সন্দেহ।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।